ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:৪৪ পূর্বাহ্ন | সারাদেশ
শিব্বির আহমদ (ওসমানীনগর):
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্ধী প্রার্থী ও প্রার্থীদের সাথে থাকা ব্যক্তিবর্গ এবং কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর বুধবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, ওসমানীনগর সার্কেলের এডিশনাল এসপি রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ এস এম মাঈন উদ্দিন, আনসার কর্মকর্তা আবু সাঈদ, আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামিম আহমদ এর প্রতিনিধি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফহজালুর রহমান চৌধুরী নাজলু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: গয়াছ মিয়া, দিলদার আলী, আব্দুল বাছিত, জুয়েল মিয়া, আনা মিয়া, আলী হোসেন রানা, আখতার আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসলিমা আক্তার চৌধুরী, ছানারা বেগম, জাহানারা বেগম। উপস্থিতত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল,উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক সৈয়দ মুছলেহ উদ্দিন, শিব্বির আহমদ প্রমূখ।
সভায় খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ছাইদুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম তাদের বক্তব্যে,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টানের জন্য প্রতিটি বুথের আলাদা ফলাফল প্রার্থীদের এজেন্টদের হাতে দেওয়া, গেল সাদীপুর ইউপি’র উপনির্বাচনের মতো বহিরাগতদের কেন্দ্রে এসে ভোটারদের চাপ প্রয়োগ না করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। তাছাড়া অন্যসব প্রার্থীরার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের জন্য বুথে এজেন্টদের চাপ প্রয়োগ, এবং বুথের ভিতরে ভোট প্রদানের স্থানে পুরো কালো কাপড় ব্যবহারের দাবী জানান। জবাবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি রয়েছে।

